ADD HERE

এবার সাকিবের পাশে মমিনুল

পাকিস্তানের বিপক্ষে যখন লড়ছেন ঠিক তখনই দুঃসংবাদ শুনলেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের বিরুদ্ধে গার্মেন্টসকর্মী হত্যা মামলা করা হয়। সেই মামলার বোঝা নিয়েই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে অবদান রেখেছেন তিনি। মামলা নিয়ে অবশ্য এখন মুখ খোলেননি সাকিব।


তবে তার বিরুদ্ধে করা মামলাটা মানতে পারছেন না মমিনুল হক। সতীর্থর বিরুদ্ধে করা মিথ্যা মামলা নিয়ে সামাজিক মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন,‘ প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’

মামলা কেন মেনে নিতে পারছেন না তার ব্যাখ্যাও দিয়েছেন মমিনুল। তিনি লিখেছেন,‘গার্মেন্টসকর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন।

দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইর নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম।

সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত ‘

সাকিব আদালতে ন্যায় বিচার পেয়ে ভক্তদের ভালোবাসায় সিক্ত হবেন বলে বিশ্বাস মুমিনুলের। ৩২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার লিখেছেন,‘আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে।

 ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিলো, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করার পথে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ঘূর্ণিতে মেতে ওঠেন সাকিব।

মিরাজের ৪ উইকেটের বিপরীতে ৩ উইকেট নেন তিনি। মাঠের বাইরের কঠিন সময় যেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারেনি। ম্যাচে ৪ উইকেট নিয়ে তো আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ ৭০৭ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছন তিনি। রেকর্ড গড়ার পথে পেছনে ফেলেছেন ৭০৫ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের কিংবদন্তি বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে।

এমন কঠিন সময়ে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন,‘এই রকম অবস্থাতে থাকার পরও এই রকম পারফরম্যান্স করা, এইভাবে ইনপুট দেওয়া বিশেষ করে বোলিংয়ে- এটা আউটস্ট্যান্ডিং। তার কাছ থেকে আমরা এই রকমই আশা করি। সামনের ম্যাচে এর থেকে ভালো কিছু আশা করি।‘

সাকিবকে ডেডিকেটেড মানুষ উল্লেখ করে শান্ত আরো বলেছেন,‘আমি যতটুকু বুঝি যখন দেশের হয়ে মাঠে নামেন অনেক ডেডিকেটেড একজন মানুষ। দলের জয়ের জন্য যা যা দরকার সবটুকু করেন। ব্যক্তিগত জীবন একদিকে সরায় দিয়ে দলের জন্য কিভাবে আমি ভালো করতে পারি সেই দিকে ফোকাস করা। দলকে কিভাবে সাহায্য করতে পারি, আরেকজন জুনিয়র খেলোয়াড়কে সাহায্য করতে পারি- এই জিনিসগুলো উনি খুব আলাদাভাবে করতে পারেন। খুবই ডেডিকেটেড মানুষ।’

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Add Placement