ADD HERE

নাম পরিবর্তন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটেরনাম পরিবর্তন করা হয়েছে। শেখ হাসিনার নাম বাদ দিয়ে এর নাম করা হয়েছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট।



রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৩() অনুচ্ছেদের ক্ষমতাবলে সংক্রান্ত শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ-২০২৪ জারি করেছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগের সচিব . হাপিষ আহমেদ চৌধুরী (রুটিন দায়িত্ব) স্বাক্ষরিত অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি ২৫ আগস্ট অধ্যাদেশ জারি করার পর ২৭ আগস্ট তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

আইনে বলা হয়েছে-২০১৮ সালের ১৪ নম্বর আইনের ধারা এর সংশোধন করা হয়েছে। উল্লিখিতশেখ হাসিনাশব্দটি বিলুপ্ত হবে। আইনে অন্যান্য যেসব জায়গায়শেখ হাসিনাশব্দটি রযেছে সেটাও বিলুপ্ত করার কথা বলা হয়েছে।

এছাড়া এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে আইনের অধীনে ইতোপূর্বে প্রণীত কোনও বিধি বা প্রবিধান, ইস্যুকৃত কোনও আদেশ বা বিজ্ঞপ্তি বা সম্পাদিত যে কোনও দলিলে শেখ হাসিনা শব্দ থাকলে তা বিলুপ্ত হবে বলে উল্লেখ করা হয়েছে। গত ২২ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় বাসভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই আইনটির সংশোধনী অনুমোদন হয়।

উল্লেখ্য, কোনও আইন প্রণয়নের ক্ষেত্রে মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পর সংসদে তা পাস করতে হয়। তবে সংসদ না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে আইন করতে পারেন। তবে সংসদ বসার সঙ্গে সঙ্গে তা সংসদে উত্থাপন করতে হয়।

. মুহম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি হলো।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Add Placement