ADD HERE

মাঠে ফিরছেন সাইফউদ্দিন

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। পারফরম্যান্সও মন্দ ছিল না।


 

তবে টিম ম্যানেজমেন্ট তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখেনি। এরপর আর মাঠে ফেরা হয়নি তার।

অবশেষে দীর্ঘ সময় পর আবার মাঠে ফিরছেন সাইফউদ্দিন। যুক্তরাষ্ট্রের কুড়ি ওভারের টুর্নামেন্ট মাইনর ক্রিকেট লিগে আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন এই পেস বোলিং অলরাউন্ডার।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আটালান্টা ফায়ার কর্তৃপক্ষ।

আটলান্টিক কনফারেন্সে সাউদার্ন ডিভিশনের দল আটালান্টা ফায়ার এখন পর্যন্ত তিন ম্যাচের একটিতে জয় পেয়েছে। বাকি দুটি ম্যাচে হেরে যাওয়া দলটি মাত্র পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে তৃতীয়। সাইফউদ্দিন কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন কিংবা কবে থেকে খেলবেন তা এখনও জানা যায়নি।

এদিকে সাইফউদ্দিনের মতো যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে থাকছেন ধারাভাষ্যকার আতহার আলী খানও। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত ধারাভাষ্য দেয়া বাংলাদেশের সাবেক ক্রিকেটার সেখানেও ধারাভাষ্য দেবেন।


Post Tag- সাইফউদ্দিন, মাইনর ক্রিকেট লিগ, আটালান্টা ফায়ার

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Add Placement