ADD HERE

নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচন কখন অনুষ্ঠিত হবে সে বিষয়ে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে৷ উপদেষ্টারা সংকটকালে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন৷



রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, “একটা বিষয় জানতে সবাই আগ্রহী৷ কখন আমাদের সরকার বিদায় নেবে৷ এটার জবাব আপনাদের হাতে৷ কখন আপনারা আমাদের বিদায় দেবেন৷ আমরা কেউ দেশ শাসনের মানুষ নই৷ আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই৷ দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি৷”

তিনি বলেন, “আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করবো৷ আমাদের উপদেষ্টামণ্ডলীও এই লক্ষ্যে উদ্ধুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি৷  কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত৷ আমাদের সিদ্ধান্ত নয়৷”

৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস৷

 ভাষণের শুরুতে বন্যার্তদের দুর্ভোগের বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘স্মরণাতীত কালের ভয়াবহ বন্যায় যারা নিহত হয়েছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বস্ব হারিয়েছেন বা যারা দুঃসহ জীবন যাপন করছেন তাদের স্মরণ রেখে আজকের কথাগুলো বলছি৷’’

 বন্যায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘বন্যাদুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেয়ার আয়োজন করেছি৷”

প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘‘ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের অভ্যন্তরীণ এবং প্রতিবেশিদের সঙ্গে যাতে যৌথভাবে নেয়া যায় সেই আলোচনা শুরু করেছি৷”

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Add Placement