ADD HERE

হাথুরুসিংহের বিদায় ঘণ্টা

২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি আছে চন্ডিকা হাথুরুসিংহের। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বাংলাদেশ দলের কোচের চাকরি থেকে এর আগেই বিদায় নিতে হবে এই শ্রীলঙ্কানকে।


ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম বিসিবির পরিচালনা পর্ষদের সভা বসেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ১১ পরিচালকই একমত হয়েছেন-হাথুরুসিংহেকে  যত দ্রুত সম্ভব বিদায় করে দেওয়া উচিত, প্রয়োজনে সেটা ক্ষতিপূরণ দিয়ে হলেও। চাকুরির শর্ত অনুযায়ী চুক্তির আগে বিদায় করলে ক্ষতিপূরণ হিসেবে হাথুরুসিংহেকে তিন মাসের বেতন দিতে হবে। বিসিবির কাছ থেকে তিনি প্রতি মাসে পান ২৫ হাজার ডলার। এর বাইরে তাঁর ৩০ শতাংশ আয়করও দেয় বিসিবি।


সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘টেস্ট ম্যাচের (চলতি পাকিস্তান সিরিজ) মাঝে কিছু করতে চাই না, এখন সফরের মাঝখানে। বোর্ড প্রধান হয়ে আপনি যেকোনো সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিসে যাতে সমস্যা না হয়।সঙ্গে অবশ্য যোগ করেছেন, ‘তার মানে এই না যে কোন সময়ই করতে পারব না। ব্যাপারে সবার মতামত নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সভার কয়েকটি সূত্র অবশ্য জানিয়েছে, মতামত এরই মধ্যে নেওয়া হয়ে গেছে এবং সেই মত সবার একই-হাথুরুসিংহেকে বিদায় করে দেওয়াই ভালো। এখন সেই বিদায়টা চুক্তি শেষ করার পর নাকি তার আগেই, সেটাই প্রশ্ন।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টটা বাংলাদেশ জিতেছে। আগামীকাল শুক্রবার থেকে শুরু দ্বিতীয় টেস্টেও যদি দল মোটামুটি একটা ফলাফল করে, তাহলে এই সিরিজের পরপরই হাথুরুসিংহেকে বিদায় করে দেওয়াটা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন পরিচালকেরা। তা ছাড়া সেপ্টেম্বর পাকিস্তান থেকে ফেরার পর ১২ সেপ্টেম্বর ভারতে যাওয়ার আগে হাতে সময়ও থাকবে খুব কম। এত অল্প সময়ের মধ্যে নতুন খুঁজে পাওয়া যেমন কঠিন, খুঁজে পেলেও নতুন কোচের জন্য দলটাকে বুঝে নেওয়া সহজ হবে না।

সে জন্যই তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না বোর্ড। তবে সভার একটি সূত্র জানিয়েছে,  যদি ভালো কোনো বিকল্প পাওয়া যায়, ভারত সফরে বাংলাদেশ যেতে পারে নতুন কোচের অধীনেও। আপৎকালীন সময়ের জন্য সেই কোচ স্থানীয়দের মধ্য থেকে যেমন হতে পারেন, এর মধ্যে বিদেশি কাউকে পেয়ে গেলে সেটাও হতে পারে। বোর্ড সভায় নাকি নতুন কোচ খোঁজার উদ্যোগ নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে।

হাথুরুসিংহে যদি শেষ পর্যন্ত ভারত সফরে কোচ থেকেও যান, একটা বিষয় নিশ্চিত করেই বলা যায় - চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তাঁর বাংলাদেশ দলের কোচ থাকা হচ্ছে না। ফারুকের কথায়ও সেই আভাস, ‘বাংলাদেশ ক্রিকেটের কতটা ক্ষতি হয়েছে, ওইটা আমরা ভালো করে দেখে একটা সিদ্ধান্ত নেব। অদূর ভবিষ্যতে কিছু একটা দেখতে পারবেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Add Placement