বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে নানা চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
জয়শংকর বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন স্বীকার করে নিতে হবে। আর রাজনৈতিক পরিবর্তনে সম্পর্ক বিঘ্নিত হতে পারে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উঠা-নামার মধ্য দিয়ে গেছে। কিন্তু সরকারে যে থাকবে তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হবে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
জয়শংকরের মতে, ভারতের সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে।
গেল ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আওয়ামী সরকারের পতনের পর দেশের অনাকাঙ্খিত বেশ কিছু ঘটনা নিয়ে সরব আছে প্রতিবেশী দেশটি।
.jpg)