ADD HERE

বানভাসীর জন্য রবির বহুমুখী উদ্যোগ

বন্যাকবলিত মানুষের পাশে দাাঁড়িয়েছে মোবাইল অপারেটর রবি। বন্যাকবলিত এলাকাজুড়ে হাজারো পানিবন্দী পরিবারের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় খাগড়াছড়ি, নোয়াখালী ফেনীতে ১০ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে তিন হাজারের বেশি প্যাকেট বিতরণ করা হয়েছে।


সশস্ত্র
বাহিনীর সহায়তায় ফেনী থেকে প্রায় ৫০০ মানুষকে নিরাপদস্থলে পৌঁছে দিয়েছে রবি।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাত্মক সহযোগিতায় নেটওয়ার্ককর্মীদের নিরলস প্রচেষ্টায় ফেনীতে পর্যন্ত রবির ৭০ শতাংশের বেশি নেটওয়ার্ক টাওয়ার সচল হয়েছে। বন্যার্তদের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে ফ্রি মিনিট ইন্টারনেট দেওয়ার পাশাপাশি স্বেচ্ছাসেবীদের রবি দিচ্ছে হাজার সিম, সঙ্গে ফ্রি ২০০ মিনিট টকটাইম জিবি ডেটা।

এছাড়া ৭৫ হাজার রিটেইলারকে দেওয়া হচ্ছে ফ্রি মিনিট ইন্টারনেট সেবা।হেলথ প্লাস’-এর সৌজন্যে বন্যাদুর্গত অঞ্চলের রবি গ্রাহকেরা যেকোনো সময় ফ্রিতে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন ২৮৪৭৭৮ নম্বরে কল করে। পাশাপাশি এসব অঞ্চলের গ্রাহকদের ফ্রিতে সিম রিপ্লেসমেন্টের সুযোগও দিচ্ছে রবি।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘সমাজের প্রতি দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে যেকোনো জাতীয় দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে থাকতে রবি প্রতিশ্রুতিবদ্ধ। রবির ব্র্যান্ড স্লোগানপারবে তুমিও”-এর আলোকে আমরা বিশ্বাস করি, সবার ঐক্যবদ্ধ সহযোগিতায় এই দুর্যোগও আমরা সফলভাবে কাটিয়ে উঠতে পারবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Add Placement