ADD HERE

সহিংসতা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের দল

গত জুলাই আগস্ট মাসের শুরুতে ছাত্র জনতার ওপর সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে জাতিসংঘের একটি দল ঢাকায় আসছে।

মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আট সদস্যের তথ্যানুসন্ধান দলের দুইজন সদস্যের সোমবার ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। বাকিরা মঙ্গলবার এবং পরবর্তী কয়েকদিনে ধাপে ধাপে আসবেন।

সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের আটটি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন।

তথ্যানুসন্ধান দলটি এক মাস বা তার বেশি সময় ধরে স্বাধীনভাবে এই তদন্ত করবে বলে সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি দল ২২ থেকে ২৯শে আগস্ট ঢাকায় সফর করেছিলেন। গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। দায়িত্ব নেওয়ার পরই তারা জুলাই আগস্টের শুরুতে সহিংসতার ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয়

 

লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ককে চিঠিও লিখেন।




Post Tag- UN, United Nation, Dr. Yunus

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Add Placement