ADD HERE

হুমকি নিয়ে ভাবছে না বিসিবি

পাকিস্তানে দুর্দান্ত এক সিরিজ কাটানোর পর ভারত সফরের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। এই সিরিজে দুটি টেস্ট তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের।

 


তবে এর আগে একটি দুশ্চিন্তাই যোগ হয়েছে। 

বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে কানপুরে। এই ম্যাচে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা।  সংগঠনটির সহ-সভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সবরকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছেন তিনি। 

জয়বীর ভরদ্বাজ বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে... মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই, হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত কারণ অন্যথায় দেশে অশান্তি হবে।

হিন্দু মহাসভার এমন হুমকি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই) এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে, পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সে ক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে। 

বিষয়ে এবার মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘না, রকম সব সময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।

চেন্নাইয়ে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দুই দল খেলবে শেষ টেস্টটি। আর অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।



Post Tag- BCB, Indian Cricket, BCCI

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Add Placement