ADD HERE

রাইটারস গিল্ড অব আমেরিকার’র সদস্য হলেন নুহাশ

চলচ্চিত্র-সিরিজ নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে ঘুরে বেড়াচ্ছেন নুহাশ হুমায়ূন।


দেশের দর্শকও তাঁর নির্মাণ পছন্দ করছে বেশ। কয়েক দিন আগে আমেরিকার প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান এ২৪-এর কার্যালয়ে দেখা গেছে নুহাশকে। তখনই আঁচ করা গিয়েছিল, মার্কিন মুলুকে চমকপ্রদ কিছু করতে চলেছেন তিনি।

গতকাল নুহাশ জানালেন, তিনি রাইটারস গিল্ড অব আমেরিকার সদস্য হয়েছেন। সংগঠনটি থেকে পাওয়া কার্ডের ছবি পোস্ট করে তিনি বলেন, ‘কখনো যদি আমার গল্প শুনে থাকেন, আমাকে নিয়ে হাসাহাসি, সমালোচনা করে থাকেন, আপনাদের ধন্যবাদ আমার এই জার্নির অংশ হওয়ার জন্য। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।উল্লেখ্য, এটি আমেরিকার টিভি, রেডিও, চলচ্চিত্র ওটিটি অঙ্গনের লেখকদের সবচেয়ে বড় সংগঠন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Add Placement