আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের হেড কোচ হলেন রাহুল দ্রাবিড়। ফিরলেন পুরোনো ডেরায়।
আজ আনুষ্ঠানিকভাবে তা জানিয়েছে রাজস্থান রয়্যালস।
দ্রাবিড় বলেন, 'বিশ্বকাপের পর আরও একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই আদর্শ সময় বলে আমার মনে হয়েছে। আর সেই কাজের জন্য নিখুঁত দল রাজস্থানই। '
২০২১ সাল থেকে ভারতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড়। তার অধীনে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এরপরই অবশ্য দায়িত্ব ছেড়ে দেন কিংবদন্তি এই ক্রিকেটার। এর আগে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন দ্রাবিড়।
ক্রিকেটার হিসেবে রাজস্থানের হয়ে খেলেছিলেন দ্রাবিড়। ২০১২ এবং ২০১৩ সালের আইপিএলে রাজস্থানের অধিনায়ক ছিলেন তিনি। ২০১৪ এবং ২০১৫ সালে কাজ করেছিলেন রাজস্থানের মেন্টর হিসেবেও।
রাজস্থান রয়্যালসের দায়িত্ব এত দিন ছিল কুমার সঙ্গকারার হাতে। ২০২১ সাল থেকে দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন তিনি।
.jpg)