নেত্রকোনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ছাত্র সমাজের যৌথ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে প্রায় দুই কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে জেলার দুর্গাপুরের সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর বাজার থেকে ভরতপুর গ্রামে চলাচলের একমাত্র কাঁচা সড়কটি সংস্কার করেন তারা।
পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টি বর্ষণে গ্রামীন এই কাঁচা সড়কের বিভিন্ন স্থানে মাটি সরে যায়। ফলে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে এ পথ দিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থী, রোগীসহ স্থানীয়দের।
এ অবস্থায় সোমবার দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ভরতপুর বিওপি’র বিজিবি সদস্য এবং স্থানীয় ছাত্র সমাজের সহযোগিতায় গ্রামবাসীদের নিয়ে মাটি ফেলে প্রায় দুই কিলোমিটার সড়ক চলাচলের উপযোগী করেন তারা।
এ সড়কে মেরামতের কারণে ভরতপুর গ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। স্বল্প খরচে ও দুর্ভোগ ছাড়াই নির্বিঘ্নে যানবাহন চলাচল করবে বলে তারা মনে করছে।
স্থানীয় শিক্ষার্থী মো. মাহবুব আলম বলেন, দেশ ও মানব কল্যাণে সীমান্ত রক্ষার পাশাপাশি সড়ক মেরামত কাজে বিজিবি সহযোগিতা করায় সব মহলেই প্রশংসায় কুড়াচ্ছেন। সীমান্তবর্তী এলাকায় কাঁচা সড়কে চলাচল করতে আমাদের প্রায় সময় বিভিন্ন ধরনের অসুবিধা হয় এখন সবকিছু চলাচলের উপযোগী হলে সহজেই মানুষ এই পথ দিয়ে চলাচল করতে পারবেন।
এই শিক্ষার্থী আরও বলেন, বিজিবি সদস্যরাও এখন সীমান্তে চোরাচালান, মাদক চালান প্রতিরোধেও সহজেই টহল কাজ জোরদার করতে পারবেন।
