ADD HERE

গুলিবিদ্ধ দুই শিক্ষার্থীর সফল অস্ত্রোপচার সিএমএইচে

কোটা সংস্কার আন্দোলনে গুলিতে আহত দুই শিক্ষার্থীর অস্ত্রোপচার হয়েছে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। আহত দুই শিক্ষার্থীরা হলো- মিরপুরে গুলিবিদ্ধ রাফি হোসেনের (১৪) ও মো. মমিন হোসেন (২৩)।


সোমবার (২৬ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ রাফি হোসেনের (১৪) সিএমএইচে সফল অস্ত্রোপচার করা হয়। তিনি গত ১৯ জুলাই ডান কাঁধে গুলিবিদ্ধ হয়েছিলেন। গুলিতে তার ডান কাঁধের হাড় ও ধমনি ক্ষতিগ্রস্ত হয়। আহদ রাফির হৃদরোগ ইনস্টিটিউটে অপারেশন করা হয়। পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিলে হৃদরোগ ইনস্টিটিউট ও ঢাকা সিএমএইচের গতকাল (২৫ আগস্ট) দিবাগত রাতে ঢাকা সিএমএইচ এ আনা হয় এবং দ্রুততার সঙ্গে দীর্ঘ ৬ ঘণ্টা সময় ধরে সিএমএইচের ভাস্কুলার টিমের চিকিৎসকরা সফলভাবে কৃত্রিম রক্তনালী সংযোজনের মাধ্যমে অস্ত্রোপচার করেন। বর্তমানে মো. রাফি হোসেন (১৪) আশঙ্কা মুক্ত।

অপরজন মিরপুর কলেজের ছাত্র মো. মমিন হোসেন (২৩)। তিনি গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হযন। গুলিটি তার মেরুদণ্ডের পিছনে আটকে যায়। পরবর্তীতে ২০ আগস্ট ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় এবং ল্যাপারস্কপির মাধ্যমে গতকাল রোববার (২৫ আগস্ট) অপারেশন করে গুলি বের করা হয়। বর্তমানে মমিন ভালো আছেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Add Placement