আরও পাঁচ জেলায় ভাগ করা হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে। সব মিলিয়ে মোট ৭টি জেলায় বিভক্ত হলো লাদাখ ভূখণ্ড।
সোমবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর দ্য ইকোনমিক টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সঙ্গেই লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। সেই সময় থেকে মোট দুটি জেলা ছিল লাদাখে। একটি কারগিল ও অন্যটি লেহ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এর সঙ্গেই এবার যুক্ত হতে চলেছে জানস্কার, দ্রাস, শাম, নুবরা এবং চাংথাং।
এ সিদ্ধান্ত প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অমিত শাহ বলেন, ‘উন্নত ও সমৃদ্ধ লাদাখ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্য পূরণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও ৫টি জেলায় লাদাখকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই ৫ জেলা হলো- জানস্কার, দ্রাস, শাম, নুবরা এবং চাংথাং।’
অমিত শাহ আরও বলেন, ‘লাদাখের মানুষের কাছে অসংখ্য সুযোগ-সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সিদ্ধান্তের ফলে লাদাখের মানুষের কাছে সরকারি পরিষেবা আরও ভালোভাবে ও দ্রুত পৌঁছে যাবে।’
উল্লেখ্য, লাদাখ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হওয়ার পর বর্তমানে তা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করছে।
এদিকে, এরইমধ্যে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ৩৭০ ধারা বাতিলের পর প্রথম নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর তিন ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ অক্টোবর। এক দশক পর এই অঞ্চলটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবশেষ ২০১৪ সালে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়।
